বাংলাদেশসর্বশেষ নিউজ
বিশ্ব ইজতেমা শুরু ৮ জানুয়ারি, দ্বিতীয় পর্ব শুরু ১৫ জানুয়ারি
নিউজরুমবিডি.কম: টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৮-১০ জানুয়ারি আর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৫-১৭ জানুয়ারি।
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার দুপুরে বিশ্ব ইজতেমা উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব তথ্য জানান।
তিনি জানান, ইজতেমা মাঠ ও তার আশপাশে মুসল্লিদের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমা মাঠের প্রবেশপথে গুরুত্বপূর্ণ স্থানে থাকবে আর্চওয়ে, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা। বিশ্ব ইজতেমার নিরাপত্তায় পুলিশ- র্যাবের পাশাপাশি ফায়ার সার্ভিসের টিমও থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে বিদেশি মুসল্লিদের জন্য বিশেষ ভিসার ব্যবস্থা করা হয়েছে। বিদেশি মুসল্লিরা চাইলে বাংলাদেশে থাকার দিনক্ষণ বাড়াতে পারবেন। এ ছাড়া বিমান বন্দরে বিদেশি মেহমানদের অভ্যর্থনা দেওয়া হবে। এ জন্য স্পেশাল ব্যাঞ্চের (এসবি) ও তাবলিগ জামায়াতের প্রতিনিধিদের ব্যবস্থাপনায় একটি অভ্যর্থনা ডেস্ক স্থাপন করা হবে।
জানা যায়, বৈঠকে আরো যেসব সিদ্ধান্ত হয় সেগুলো হলো বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তায় কন্ট্রোল রুম খোলা, আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় করে কাজ করা, আগত মুসল্লিদের সেবায় ওয়াসা, বিদ্যুৎ ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে পদক্ষেপ নেওয়া, তুরাগ নদীর পারে ভাসমান ব্রিজ নির্মাণ করা, ইজতেমা এলাকায় অস্থায়ী দোকানপাট, স্থাপনা, বস্তিসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, ইজতেমাস্থল ও আশপাশে স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি মনিটর, খাবারের মূল্য নিয়ন্ত্রণ, ভেজাল ও পঁচা, বাসি খাবার বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করাসহ ইজতেমা চলাকালে সংশ্লিষ্ট এলাকায় অশ্লীল পোস্টার, অবৈধ ও অপ্রয়োজনীয় ব্যানার, ফেস্টুন এবং আপত্তিকর ব্যানার অপসারণ করা।