uncategorized
বিয়ের জন্য গান গাইলেন নাদিরা মুক্তা
বিয়ে বাড়ি মানেই ধুম ধারাক্কা আনন্দ, মাস্তি, হৈ হুল্লোড়, নাচ। আর আনন্দ হুল্লোড় নাচ কি আর গান ছাড়া জমে? হ্যা, বিয়ে বাড়ির আনন্দ আয়োজন জমানোর আসল উপাদান যেন গান। কিন্তু আমাদের দেশে বিয়ে বাড়ি জমাতে হলে ধার করতে হয় ওপাড়ের হিন্দি অথবা বাংলা টিংকু নাকুর গান।
এই অভাব পূরণ করতেই যেন বিয়ের গান কণ্ঠে তুললেন কণ্ঠশিল্পী নাদিরা মুক্তা। এই গানের শিরোনাম ‘নাচো গো কন্যা’। ওয়ালিদ আহমেদের কথায় গানটির সুর করেছেন নির্ঝর চৌধুরী। সংগীতায়োজনে মার্সেল। গানটির ভিডিও পরিচালনা করেছেন ওয়ালিদ আহমেদ নিজেই।
গান প্রসঙ্গে নাদিরা মুক্তা বলেন, শীতকালে আমাদের দেশে বিয়ের ধুম পড়ে যায়। এসব বিয়ের অনুষ্ঠানে বিয়ের গান বলতে সেগুলো বাজানো হয়, সেগুলোর অধিকাংশই ভিনদেশি গান। তাই আমি চেয়েছি দেশিয় ফ্লেভারে একটি বিয়ের গান করতে। আমার বিশ্বাস শ্রোতারা আমার কণ্ঠের এই গানটি পছন্দ করবেন।
সম্প্রতি রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে ‘নাচো গো কন্যা’ গানের ভিডিও’র প্রকাশনা অনুষ্ঠান হয়। এটি প্রকাশ পেয়েছে সাদামাটা’র ইউটিউব চ্যানেল ও মোবাইল অ্যাপসে।