বাংলাদেশসর্বশেষ নিউজ
এক লাখ স্পটে ফ্রি ওয়াইফাই সেবা
প্রযুক্তি প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, লোকসমাগম বেশি থাকে এমন এক লাখ স্পটে ফ্রি ওয়াইফাই এবং হটস্টপ সেবা দেওয়া হবে।
সোমবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার অডিটরিয়ামে উচ্চ মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ে ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী ৩ বছরের মধ্যে ৪ হাজার কলেজে হাইস্পিড ইন্টারনেট কানেকশন দেওয়া হবে। ২০২১ সালের মধ্যে দেশের আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ছেলে-মেয়েরা অনেক সময় বইয়ের পাতায় চোখ ধরে রাখতে চায় না। ডিজিটাল বই হলে মনের আনন্দে জ্ঞানার্জন করতে পারে। তবে আমরা অনেক স্কুলে এখনও মাল্টিমিডিয়া ক্লাস চালু করতে পারিনি। তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন শিক্ষকেরও অভাব রয়েছে। দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব চালু করারও ঘোষণা দেন পলক।