খেলাধূলাসর্বশেষ নিউজ

সাকিব কে ছাঁপিয়ে শীর্ষে তামিম ইকবাল

tamimজেড.আই জহির, নিউজরুমবিডি.কম: মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসান কে ছাঁপিয়ে বাংলাদেশের হয়ে শীর্ষ রান সংগ্রাহক এখন তামিম ইকবাল খান। পাশাপাশি ঘরের মাটিতে আড়াই হাজার রান করার রেকর্ডও স্পর্শ করেছেন তামিম।

বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৭৩ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তামিম ইকবাল। নিজের নামের পাশে ১৭ রান যোগ করতেই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ইনিংসের দশম ওভারে লুক জঙ্গুয়েকে চার মেরে স্পর্শ করেন ২ হাজার। তামিম ৬৬টি ইনিংস খেলে করেছেন ২০৫৬রান।

প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়ে ছিলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান মিরপুরে ৬৫ ইনিংসে ২ হাজার ৫০ রান করেছেন।

এদিকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি আরো একটি রেকর্ড স্পর্শ করেছেন তামিম ইকবাল। দেশের মাঠে আড়াই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেনে তামিম ইকবাল।

এছাড়া অল্পের জন্যে মিরপুরে দুই হাজার রানের মাইলফলক ছুঁতে পারেননি মুশফিকুর রহিম। দুই হাজারী ক্লাবে পা রাখতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে মুশফিকের প্রয়োজন ছিল ৫০ রানের। কিন্তু ব্যক্তিগত ২৮ রানে বিদায় নিলে মাত্র ১২ রানের জন্যে কড়া নাড়তে পারেননি দুই হাজারী ক্লাবের দরজা। মুশফিক মিরপুরে ৭৩টি ওয়ানডে খেলে করেছেনকরেছেন ১ হাজার ৯৮৮ রান।

Related Articles

Close