অর্থনীতিবাংলাদেশসর্বশেষ নিউজ
নতুন বেতন স্কেলে অন্তর্ভুক্ত এমপিওভুক্ত শিক্ষকরাও
নিউজরুমবিডি.কম: রোববার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও ঘোষিত অষ্টম পে-স্কেল অনুযায়ী বর্ধিত বেতন-ভাতাসহ সব সুযোগ সুবিধা পাবেন।
এসময় তিনি আরো জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো একই দিন থেকে তারা এসব সুযোগ সুবিধা পাবেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য যে অষ্টম বেতন কাঠামো হয়েছে, তার সব সুযোগ-সুবিধা এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন। এজন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অষ্টম বেতন কাঠামোর যে প্রজ্ঞাপন জারি করা হয়, তাতে শিক্ষকদের বিষয়টি স্পষ্ট ছিল না। এমনকি এ নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের স্কুল ও কলেজ পর্যায়ে থাকা ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যেও।