জেড.আই জহিরঃ টি-টুয়েন্টি ম্যাচে ইনিংসের এক-তৃতীয়াংশের বেশি বল যদি ডট বলে শেষ হয় চিন্তাটা জটিল হয় অধিনায়কের। যেটার প্রভাব পড়ে ম্যাচের রান গড়ার উপরে। টি-টোয়েন্টিতে আরও বেশি সিঙ্গেল নেওয়ার ব্যাপারে অভিনব প্রক্রিয়ার চেষ্টা করছেন মাশরাফি বিন মুর্তজা। সিঙ্গেলে বাড়তি মনোযোগ দেওয়ার কথাও জানালেন বাংলাদেশ অধিনায়ক।
রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনিংসের এক-তৃতীয়াংশের বেশি বল থেকেই রান নিতে পারেনি হাথুরু সিংহের শির্ষরা। ইনিংসের শুরুতেই ৩৬ বলেই ২০টি ডট বল যেটা ইনিংস শেষে সব মিলিয়ে দাড়ায় ৪৫টি ডট বলে। অতিরিক্ত মারমূখী ভঙ্গিমা অবলম্বন করায় এমনটা করে যাচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি মানেই তামিম-সাকিবদের ব্যাটিংয়ে বড় সমস্যা। সিঙ্গেল রানের উপর জোর না দিয়ে অতিরিক্ত শর্ট খেলার কারণে ডট বলের সংখ্যা বাড়ছে। যার পরণায় প্রভাব পড়ছে বড় স্কোর করতে না পারার।
গতকালের ঘটনাটাও ছিল এমন! ৪৫টি ডটবল না খেললে বাংলাদেশ অনায়সে ১৯০-২০০ রানের গন্ডি পেরিয়ে যেত তাতে কোন সন্দেহ নেই। কিন্তু অতিরিক্ত চার-ছক্কাতেই মন থাকায় স্ট্রাইক বদলানোর কথা মনেই থাকেনা ব্যাটসম্যানদের। যার ফলে ভাবিয়ে তুলছে ভবিষ্যতে বড় স্কোর গড়তে না পারার। দায়টা সহজেই স্বীকার করলেন টাইগার দলপতি মাশরাফিও।
রবিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বললেন, “টি-টুয়েন্টি ম্যাচে সিঙ্গেল রান অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ডট বল খেলার কারণে চাপে পড়ে যাচ্ছে ব্যাটসম্যানরা, ফলে বাউন্ডারি মেরে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়, যেটা ঝুঁকির সামিল।”
দায় নিজের কাধে নিয়ে অধিনায়ক আরো বলেন, “আমরা এই বিষয়টা নজরে এনেছি। যতদ্রুত সম্ভব এটারও সমাধান দ্রুত বের হয়ে আসবে। টি-টোয়েন্টিতে আসলে নিখুঁত ম্যাচ খেলা কঠিন, তারপরেও উন্নতির জায়গা সবসময়ই থাকে।”