বাংলাদেশসর্বশেষ নিউজ
সখীপুরে শওকত মোমেন শাহজাহান স্মরণে সভা ও স্মৃতিফলক উন্মোচন
সিরাজুস সালেকীন সিফাত, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের চারবারের নির্বাচিত সাংসদ ও সখীপুর আবাসিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা শওকত মোমেন শাহজাহানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সখীপুর আবাসিক মহিলা কলেজ ও বিকেলে ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী লীগ স্মরণসভার আয়োজন করে।
সকালে মহিলা কলেজ চত্বরে আয়োজিত স্মরণসভায় স্থানীয় সাংসদ অনুপম শাহজাহানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক নোমান-উর-রশিদ, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, প্রকৌশলী আতাউল মাহমুদ, উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ওসমান গণি ও অধ্যক্ষ রেনুবর রহমান প্রমুখ।
বিকেলে সখীপুর ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী লীগের স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। এর আগে বিকেল পাঁচটায় মুক্তিযোদ্ধা মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক সখীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে মরহুমের স্মৃতিফলক উন্মোচন করেন