খেলাধূলাসর্বশেষ নিউজ

দেড় লাখের পরিবার সাকিবিয়ান

জেড.আই জহিরঃ বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের অন্ধ ভক্ত তারা, ভালোবাসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা দলের সব ক্রিকেটারকেই। তবে কারো কারো প্রতি ভালোবাসাটা যেন একটু বেশিই। প্লেয়ারটার নাম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, আর ওরা? ওরা সবাই সাকিবিয়ান।

বলছিলাম বাংলাদেশের অনলাইনের সাড়া জাগানো ক্রিকেট গ্রুপ “১৬ কোটি মানুষের প্রাণ, সাকিব আল হাসান” এর কথা। সাকিব আল হাসানকে নিয়ে দেশের সর্ববৃহৎ ও সুসংগঠিত অনলাইন কমিনিউটি বলা যায় গ্রুপটিকে।

সম্প্রতি ১,৫০,০০০+ মেম্বার একত্রিত করার অনবদ্য কৃতিত্ব দেখিয়েছে গ্রুপটি। মোঃ মোরশেদ কামাল নামে সাকিবের একজন অন্ধ ভক্ত চলতি বছরের ১৮ই জানুয়ারি তারিখে বিশ্বসেরা অলরাউন্ডারের প্রতি তার অকৃত্তিম বিশ্বাস ও ভালোবাসা থেকে গ্রুপের কার্যক্রম শুরু করেন। আর তার নয় মাস যেতেই গ্রুপের সদস্য দেড় লাখ ছাড়িয়ে গেছে।

লক্ষ্য ছিল দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা বাংলাদেশের ক্রিকেট ভক্ত আরও সুনির্দিষ্ট করে বললে সাকিবিয়ানদের একত্রিত করা। আর এই লক্ষ্যে তারা যে কতটা সফল সেটা আর বলার অপেক্ষা রাখে না। একঝাক সাকিবপ্রেমীর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের অসংখ্য ক্ষুদে বিশ্লেষক ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসার স্বরুপ কি বোর্ডের ভার্চুয়াল কালিতে প্রতিনিয়ত তুলে ধরছেন এই গ্রুপে।

গ্রুপে নিয়মিত লেখালিখি প্রতিযোগীতার পাশাপাশি, প্রতিদিন রাত ৯.০০টায় প্রতিদিনের ক্রিকেটীয় নিউজ, সাপ্তাহিক কুইজ ও সাপ্তাহিক আড্ডার মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদানের ব্যবস্থাও করছে তারা। আর এই সবকিছুর সাফল্যের পেছনে রয়েছে গ্রুপের জন্য নিবেদিত ৭ জন সদস্যের দূরদর্শী এডমিন প্যানেল এবং তাদেরকে সার্বক্ষনিক ভাবে সহযোগীতা করে আসছে গ্রুপের ৫০+ জন সম্মানিত এসোসিয়েট সদস্যরা।

সাকিবিয়ান এই কমিনিউটির শুরুটা হয়েছিল ফেসবুকের নীল সাদার দুনিয়ায়। তবে বর্তমানে শুধু অনলাইনেই নয় বাস্তবেও তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে, আর প্রতিনিয়তই তার বিস্তৃতি ঘটছে।

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের ১০ বছরে পদার্পণ উপলক্ষ্যে বিগত ০৬ই আগষ্ট ২০১৫ইং তারিখে সাকিবের নিজের রেস্টুরেন্ট “সাকিব’স ডাইনে” এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে গ্রুপটি। যাতে ছিলেন সাকিবিয়ান গ্রুপের ৪০ জন সদস্য। আর সেই আয়োজনের মাঝে ছিলেন গ্রুপের প্রাণপুরুষ স্বয়ং সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের সরব উপস্থিতিতে গ্রুপের সদস্যদের সাথে অসাধারন এক মূহূর্তের সৃষ্টি হয়েছিল।

এদিকে কিছুদিনের মধ্যেই চ্যারিটি ক্রিকেট ম্যাচ আয়োজন করার পরিকল্পনা আছে গ্রুপের সদস্যদের। যা থেকে প্রাপ্ত অনুদান ব্যয় করা হবে দুস্থ শিশুদের জন্য। এছাড়াও সাকিবের কার্যক্রম থেকে অনুপ্রাণিত হয়ে গ্রুপের সদস্যদের মাধ্যমে ‘বিশেষ ফান্ড’ তৈরী করে দরিদ্র ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর পদক্ষেপ নিয়েছে।

সবমিলিয়ে বলা যায় বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপ্রেরণায় গড়ে উঠা গ্রুপটি সকল বাধা-বিপত্তি এড়িয়ে দ্রুতই সামনের দিকে এগিয়ে চলছে ঠিক সেভাবেই যেভাবে প্রতিপক্ষের বোলার ব্যাটসম্যানদের আক্রমন সামলে সাকিব আল হাসান বিশ্বসেরার মুকুট পড়েছেন।

শুভকামনা রইল সাকিবিয়ানদের প্রতি। ১ লাখ ৫০ হাজার সাকিবিয়ান একত্রিত করার জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সাকিবিয়ানদের। তাদের সকল কার্যক্রম সফল হোক, এগিয়ে যাক সাকিবিয়ানরা, এগিয়ে যাক দেশের ক্রিকেট এবং সেই সাথে এগিয়ে যাক বাংলাদেশ।

Related Articles

Close