রাজনীতিসর্বশেষ নিউজ
ছাত্রলীগের নেতৃত্বে সোহাগ- জাকির
নিউজরুমবিডি.কম: ছাত্রলীগের ২৮তম সম্মেলনে ছাত্রলীগের নতুন সভাপতি হিসেবে সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেলা সোয়া ১১টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৫টায়। এরপর শুরু হয় ভোট গণনা।
প্রধান নির্বাচন কমিশনার নিতুন কুণ্ডু রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনাররা জানান, নির্বাচনে মোট ৩ হাজার ১৩৮ ভোটারের মধ্যে ২ হাজার ৮১৯ জন ভোট দিয়েছেন। মোট ভোট পড়েছে ৮৯.৮৩ শতাংশ। ফল গণনায় দেখা যায়, নির্বাচনে সোহাগ-জাকির প্যানেল বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। সভাপতি পদে সাইফুর রহমান সোহাগ পেয়েছেন ২ হাজার ৬৯০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন পেয়েছেন ২ হাজার ৬৭৫ ভোট।
নির্বাচনের শুরুতে সভাপতি পদে প্রার্থী ছিলেন ১৮ জন এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ৪৩ জন। পরবর্তীতে ভোট গ্রহণ চলাকালে সভাপতি পদে আটজন এবং সাধারণ সম্পাদক পদে ২৫ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় সভাপতি পদে লড়েছেন ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থী ।
নির্বাচন পরিচালনায় ছিলেন তিন নির্বাচন কমিশনার সুমন কুণ্ডু, মুস্তাফিজুর রহমান মোস্তাক ও শেখ রাসেল। এ ছাড়াও ছাত্রলীগের প্রাক্তন নেতা জাহাঙ্গীর কবির নানক, সাংসদ নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগের প্রাক্তন সভাপতি লিয়াকত শিকদার, এনামুল হক শামীম, ইসহাক আলী খান পান্না, ছাত্রলীগের বর্তমান সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম উপস্থিত ছিলেন।
নির্বাচিত সভাপতি সাইফুর রহমান সোহাগের বাড়ি মাদারীপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের (২০০৫-০৬) ছাত্র। । অপরদিকে সাধারণ সম্পাদক জাকির হোসেনের বাড়ি সিলেটে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্টবিজ্ঞান বিভাগের (২০০৭-০৮) ছাত্র।। তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্র ছিলেন।