বাংলাদেশসর্বশেষ নিউজ

ফুলবাড়ী পৌর এলাকায় ১০ কিলোমিটার পানি সরবারহ লাইনের উদ্বোধন

smnমোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার চকচকা ৯ নং ওয়ার্ডে পানি সরবরাহ লাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ জুন)  সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে পানি সরবরাহ লাইন স্থাপন কাজের উদ্বোধন করেন, ফুলবাড়ী পৌর মেয়র  মুরতুজা সরকার মানিক।
উদ্বোধন অনুষ্ঠানে পৌর মেয়র মুরতুজা সরকার মানিকবলেন, আমাদের পৗরসভায় পানির লাইন সরবারহের ২য় পর্যায়ের কাজ শুরু হলো এই কাজ শেষ হলেই আমরা ৩ হাজার গ্রাহককে পানি সেবা সরবরাহ করতে পারবো।

ফুলবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী আলহাজ্ব লুৎফুল হুদা চৌধুরী লিমন বলেন, আমরা এই ১০ কিলো মিটার কানাহার রেল স্টেশনের পূর্বদিকে খালাসীপাড়া রেলগুমটি হয়ে ফুলবাড়ী থানা পর্যন্ত ৮৯০ মিটার,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস হতে চকচকা হাইফাই মোড় পর্যন্ত ১০৯০মিটার,নিমতলা মোড় হতে গামার গলি দিয়ে সামিউলের বাড়ী মাছের আড়ত হয়ে উপজেলা জনস্বাস্থ্য অফিস পর্যন্ত ৯৩০মিটার,রেলগুমটি সেনা মার্কেট পর্যন্ত ১৮০মিটিার,সুজাপুর টে¤পু স্ট্যান্ড হতে ফুলবাড়ী হেলথ কেয়ার পর্যন্ত ২৩০মিটার,ননীগোপাল মোড় হতে নিমতলামোড় পর্যন্ত ২৬০মিটার,থানার পূর্বদিক মেইন রোড হতে দক্ষিণ দিকে আজগরের বাড়ী হয়ে মেইন রোড ৪৪০মিটার,পৌরসভার দক্ষিন দিক পারভেজের বাড়ী হতে বিনয় মাস্টারের বাড়ী পর্যন্ত ৪৮০মিটার,ধিরেন প্রফেসারের বাড়ী হতে সাগীরের বাড়ী পর্যন্ত ৪৩০মিটার,স্বজনপুকুর সেনা মার্কেট হতে মঞ্জুর বাড়ী পর্যন্ত ৫৭০মিটার, খুরশিদ আলম মতির বাড়ী হতে রামচন্দ্রপুর মসজিদ পর্যন্ত ৪৭০মিটার, আল ফয়সাল মোড় হতে কাজি অফিস হয়ে ঢাকাইয়া পাড়া পর্যন্ত ৬৮০মিটার,পশ্চিম গৌরীপাড়া মাজারের সামনে থেকে আমিনুলেরর হোটেল পর্যন্ত ২৬০মিটার,নিমতলা মোড় হতে ফারুকের বাড়ী পর্যন্ত ১৬০মিটার এবং কাঁটাবাড়ী রাজ্জাকের বাড়ী হয়ে দক্ষিন দিকে অডিটোরিয়াম পর্যন্ত ৪৭০ এবং আমিনুর এর বাড়ী হতে উজ্জ্বল দেবনাতের বাড়ী পর্যন্ত ১৮০মিটার মোট ১০ কিলোমিটার পানির লাইন কাজ আগামী ৩ মাসের মধ্যে শেষ করতে পারবো বলে আশা করছি।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফুলবাড়ী জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আমির হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিল মোঃ গোলাফফর হোসেন, ২নং আলাদীপুর ইউননিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাফফর হোসেন সরকার সহ আরও অনেকে।

Related Articles

Close