বিনোদন

কাজল আরেফিন অমি’র ‘স্টেডিয়াম’

বিনোদন প্রতিবেদকঃ এ সমস্যা সংক্রান্ত গল্প নিয়ে ভারতেতো তৈরি হয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্র। এবার তৈরি হয়েছে বাংলাদেশে। তবে এটি চলচ্চিত্র না। একই বিষয়বস্তু নিয়ে বাংলাদেশে তৈরি হয়েছে ওয়েব সিরিজ। ওয়েব সিরিজটির নাম ‘স্টেডিয়াম’। এটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি।

মোশন রক এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘স্টেডিয়াম’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, সানজানা রিয়াসহ অনেকে।

এ নিয়ে কাজল আরেফিন অমি বলেন, ‘চুল সমস্যা বা টেকো মাথা এই শব্দটির সঙ্গে আমরা সবাই কম-বেশ পরিচিত। এই বিষয়বস্তু নিয়ে পাশের দেশেও অনেক ছবি নির্মাণ হয়েছে। এবার আমি আমার গল্পে এই বিষয়বস্তুটি বেছে নিয়েছি। তবে গল্পটা একটু ভিন্ন। আমার গল্পটা মাথার মাঝখানে গোল হয়ে চুল উঠে যাওয়া এক ব্যক্তিকে নিয়ে, যা দেখতে স্টেডিয়ামের মতো দেখায়। আমাদের গল্পে মজার কিছু ঘটনা উঠে আসবে। আশা করি, এটি সবার ভালো লাগবে।

নির্মাতার দেয়া তথ্যমতে, এই ভালবাসা দিবসে ‘স্টেডিয়াম’ প্রচার হবে মোশন রক এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে।

Tags

Related Articles

Close