বাংলাদেশসর্বশেষ নিউজ

সখীপুরে শাড়ির দোকানে দুধর্ষ চুরির ৬ মাস পর আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

সিরাজুস সালেকীন সিফাত, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সখীপুরে একটি শাড়ির দোকানে দুধর্ষ চুরির ঘটনার ছয় মাস পর আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রার বোর্ডমিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের সৈয়দ হাওলাদারের ছেলে কাওছার আহমেদ (৩২) ও নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রামের মৃত নুর হোসেনের ছেলে জরিপ খান (৪২)। তারা দুজনই দীর্ঘদিন ধরে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।কাওছার টেলিকম ও জরিপ খান ওই এলাকায় মাংস বিক্রি করেন।

সোমবার সকালে তাদেরকে সাতদিনের রিমাÐ চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাদেক জানান, চুরি হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে শনিবার রাতে তাদের গ্রেফতার ও চুরি হওয়া দামি মোবাইলফোনের সেটটি উদ্ধার করা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী রোববার ওই দুই চোরকে নিয়ে আন্তঃজেলা চোরচক্রের মূল হোতাদের ধরতে টাঙ্গাইলের কালিহাতী ও ঘাটাইল উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালানো হয়েছে। হোতাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত. গত ১ জুলাই রাতে সখীপুর বাজারের তিনভাই শাড়ি ঘর অ্যান্ড বস্ত্রালয়ের মূল ফটকসহ চোরেরা ছয়টি তালা ভেঙে ওই দোকানে ঢুকে নগদ এক লাখ ৭৩ হাজার টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এ ঘটনায় গত ২ জুলাই ওই শাড়ি ঘরের মালিক সাবেক কাউন্সিলর মজনু মিয়া বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সখীপুর থানায় মামলা করেন।

Related Articles

Close