ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

‘স্যামিকে কখনোই মনে হয়নি সে দূরের কেউ’

14963160_1856384701260825_3913731626537822291_nনিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ ড্যারেন স্যামি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে দুবার নেতৃত্ব দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন ড্যারেন স্যামি। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। আর সেই দলে খেলছেন সাব্বির রহমান রুম্মন, মেহেদী হাসান মিরাজ ও কাজী নুরুল হাসান সোহানদের মতো এক ঝাঁক টাইগার তরুণ।

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন তারকা মেহেদী হাসান মিরাজ ড্যারেন স্যামির মতো অধিনায়কের নেতৃত্বে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন। একই সঙ্গে স্যামির সঙ্গ দারুণ উপভোগ করছেন বলে জানান মিরাজ।

শুক্রবার ঢাকা ডায়নামাইটসকে হারানোর পর সংবাদ সম্মেলনে স্যামিকে নিয়ে মিরাজ বলেন, ‘আসলে স্যামি অনেক বন্ধুত্বপরায়ণ। আমি অনেক ভাগ্যবান যে ওর মতো অধিনায়কের নেতৃত্বে খেলেছি। ওয়েস্ট ইন্ডিজকে দুবার চ্যাম্পিয়ন করিয়েছে ও। আমার ভালো লাগছে অনেক।’

মিরাজ আরো বলেন, ‘ও যখন প্রথমবার আমাদের কাছে আসে, শুরু থেকেই এমন ভাবে মিশেছে যে কখনোই মনে হয়নি সে দূরের কেউ। সব সময় কাছের মানুষ মনে হয়েছে। অনেক ফ্রি সে। সব সময় মজা করে। উপভোগ করে। দলকে অনুপ্রাণিত করছে দারুণভাবে। এটা ওর অসাধারণ ব্যাপার।’

Tags

Related Articles

Close