ক্রিকেটক্রিকেটখেলাধূলাবাংলাদেশসর্বশেষ নিউজ

কার হাতে উঠছে বঙ্গবন্ধু বিপিএল চ্যাম্পিয়ন ট্রফি?

সন্ধ্যা ৭টায় শুরু হচ্ছে ট্রফি জেতার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : আজ সন্ধ্যা ৭টায় মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি জেতার লড়াইয়ে নামবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। দেড় মাস ধরে শুরু হওয়া ব্যাটে বলের লড়াইয়ের ইতি ঘটবে আজকের এ ম্যাচ দিয়েই। তাই সবার নজর এখন বঙ্গবন্ধু বিপিএলের চ্যাম্পিয়ন ট্রফির দিকে।

গতকাল বিকালে আনুষ্ঠানিকভাবে ট্রফির মোড়ক উন্মোচন করেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম আর রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল। এবারের বিপিএলের ফাইনালে নেই পূর্বের কোন চ্যাম্পিয়ন দল। তাই এবার নতুন চ্যাম্পিয়নই পাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। এর আগে ট্রফি জিতেনি খুলনা-রাজশাহীর মধ্যে কোনো দলই।

এবারের বিপিএলে সর্বোচ্চ রান তাড়া করে জেতার অনন্য রেকর্ড নিজেদের করে নিয়েছে খুলনা। ১৭ জানুয়ারির রাতে ফাইনালে নামার আগে পরিসংখ্যান খুলনা টাইগার্সের ফেভারিট বলছে। তবে রাজশাহী রয়্যালসকেও কোনোভাবেই ছোট করে দেখার অবকাশ নেই। কেননা দলটিতে রয়েছেন আন্দ্রে রাসেলের মতো ক্রিকেট তারকা। ওয়েস্ট ইন্ডিজের এ অলরাউন্ডার একাই গড়ে দিতে পারেন পার্থক্য।

আজ ম্যাচে সবারই নজর থাকছে চ্যাম্পিয়ন ট্রফির দিকে। দেখা যাক কার হাতে উঠে এবারের চ্যাম্পিয়ন ট্রফি।

Tags

Related Articles

Close