ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

নিরাপত্তার অজুহাতে যুব বিশ্বকাপ আসছেনা অস্ট্রেলিয়া

australiaজেড.আই জহির, নিউজরুমবিডি.কম: আসন্ন বাংলাদেশে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ খেলতে আসছে না অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফর বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঠিক এমনটাই শঙ্কা করছিল আয়োজক কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান জেমস সাদারল্যান্ড। আগামী কিছুদিনের মধ্যেই বসতে চলেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। ছোটদের ১১তম ক্রিকেটের আসরের স্বাগতিক বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি চলবে যুবাদের এই আসর। যাতে অংশ নেওয়ার কথা ছিল বিশ্বক্রিকেটের ১৬টি শক্তিশালী ক্রিকেট দলের। যার জন্য ইতিমধ্যেই বিশ্বকাপকে ঘিরে সকল প্রকার প্রস্তুতি সেরে ফেলেছে অংশগ্রহণকারী দল ও সংশ্লিষ্ট বোর্ড কর্মকর্তারা। কিন্তু ১৪টি দেশের সকল বোর্ড কর্মকর্তাদের সাথে আলাপ-আলোচনা করলেও ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যতিক্রমই ছিল বিসিবির কাছে।

বিগত কয়েক মাস থেকেই শঙ্কায় ছিল অস্ট্রেলিয়া যুব বিশ্বকাপ খেলতে আসবে কিনা জানেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর আজ তা সত্যিতে রুপান্তরিত হলো। এদিকে এ যাবৎ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কর্ণধার এখন পর্যন্ত আয়োজক বাংলাদেশের সাথে কোন প্রকার যোগাযোগ করেনি! এমনকি তারা (অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল) যুব বিশ্বকাপ খেলতে আসবে কি না অস্ট্রেলিয়া তা এখনো অজানাই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)! যেখানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোকে আগামী ১৮ জানুয়ারির মধ্যে ঢাকায় আসার কথা রয়েছে। কিন্তু তার আগেই অঘটন ঘটিয়ে ছাড়ল ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে অংশ নিবেনা বলে সাফ জানিয়ে দিয়েছে তারা।

মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদার‌ল্যান্ড বলেন, “আমরা আইসিসির নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে কাজ করে বাংলাদেশে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং আমাদের খেলোয়াড়দের সাথে মতামত করে এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। বাংলাদেশে অন্তর্ভুক্ত অস্ট্রেলীয় সরকারের কূটনৈতিক কর্মীদের কাছে নির্ভরযোগ্য তথ্য নেই। যার পরণায় শেষ পর্যন্ত, সমস্ত তথ্য উপস্থাপন করে আমরা এই কঠিন সিদ্ধান্ত না নেওয়ার অন্য কোন বিকল্প ছিলনা।”

এদিকে বিগত ১৯ ডিসেম্বর ক্রিকেট অস্ট্রেলিয়া আসন্ন যুব বিশ্বকাপের জন্য ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল। মজার বিষয় হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার জন্য পূর্নাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। পরবর্তিতে নিরাপত্তার অজুহাতে সফর বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

উল্লেখ্য অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর বাতিল করলেই অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল ঢাকায় খেলে গেছে। সফরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে বিশ্বকাপ প্রস্তুতি ফুটবল ম্যাচ খেলে অস্ট্রেলিয়া। আসন্ন যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়ার খেলার কথা ছিল ‘ডি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড এবং নেপাল। ২৮ জানুয়ারি অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ৩০ জানুয়ারি নেপাল ও ২ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ অজিদের। শেষ দুটি ম্যাচই হবে ফতুল্লাতে।

Tags

Related Articles

Close