পরিবেশবাংলাদেশসর্বশেষ নিউজ

আষাঢ়ের প্রথম দিন আজ…

kodom folনিউজরুমবিডি ডেস্ক: “আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে… আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে…”

আষাঢ়ের প্রথম দিন আজ। গ্রীষ্মের দাবদাহে মানুষ যখন পুড়ছে তখনই বর্ষার এই ঝুম ঝুম বৃষ্টি মনে করিয়ে দিচ্ছে বর্ষার আগমণ। পুষ্প-বৃক্ষে, পত্রপল্লবে, নতুন প্রাণের সঞ্চার করে, নতুন সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহে এসেছে বর্ষা। গ্রীষ্মের ধুলোমলিন জীর্নতাকে ধুয়ে ফেলে গাঢ় সবুজের সমারোহে প্রকৃতি সেজেছে পূর্ণতায়। নদীতে উপচেপড়া জল, আকাশেও মেঘের ঘনঘটা। বর্ষার সতেজ বাতাসে জুঁই, কামিনী, বেলি, রজনীগন্ধা, দোলনচাঁপা আরো কত ফুলের সুবাস।

বর্ষাকে বরণ করে নিতে প্রতিবছরের মত এবারও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করছে। দেশের সরকারি – বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও থাকবে বর্ষা নিয়ে নানা আয়োজন। কক্সবাজারের রাখাইন সম্প্রদায় বর্ষাকে বরণ করে ভিন্ন মাত্রায়। প্রতিবছর তারা কক্সবাজারের সমুদ্র সৈকতে মাসব্যাপি বর্ষাবরণ উৎসবের আয়োজন করে। দেশের বিভিন্ন জেলা থেকে রাখাইন সম্প্রদায়ের লোকেরা এ বর্ষা বরণ উৎসবে যোগ দিয়ে থাকে।

Related Articles

Close