বাংলাদেশসর্বশেষ নিউজ

আগামী মাসে জয়দেবপুর-এলেঙ্গা মহাসড়কের চার লেন এর কাজ শুরু- ওবায়দুল কাদের

সড়কবিশেষ প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গাজীপুরের জয়দেবপুর হতে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেন প্রকল্পের কাজ আগামী মাসের শেষ সপ্তাহে শুরু হবে। এ প্রকল্প ব্যয় হবে ৩হাজার ৬৬কোটি ৮০লাখ টাকা। চার লেনের এই মহাসড়কে ৫টি ফ্লাইওভার, ২৬টি ব্রীজ, ৬০টি কালভার্ট, ১২টি ফুটওভার ব্রীজ ও ৫টি আন্ডার পাস থাকবে। এই প্রকল্পের নাম হচ্ছে সাছেক সড়ক সংযোগ প্রকল্প। শুক্রবার বিকেলে মহাসড়ক পরিদর্শনকালে টাঙ্গাইলের এলেঙ্গায় সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এখন থেকে দেশের যেখানেই নতুন সড়ক-মহাসড়ক নির্মাণ করা হবে তার সবখানেই ধীরগতির যানবাহনের জন্য আলাদা বাইলেন করা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাছেক সড়ক সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক দিলিপ কুমার গুহ, প্রকল্প ব্যবস্থাপক জিকরুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাবউদ্দিন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, কালিহাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাহেরুল ইসলাম ঠান্ডু প্রমুখ।

Related Articles

Close