আন্তর্জাতিকক্রিকেটক্রিকেটখেলাধূলাজাতীয়সর্বশেষ নিউজ

বিসিবির দলে ডাক পেলেন আশরাফুল

ashraful-3-1534365191979স্পোর্টস ডেস্ক: বিসিবির পাইপলাইনে থাকা খেলোয়াড়দেরকে নিয়ে এক ভিন্নধর্মী ম্যাচের আয়োজন করেছে বিসিবি। এই দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। বিসিবির লাল দলের হয়ে মাঠ মাতাবেন তিনি। আর সবুজ দলে আছেন ইমরুল কায়েস, জাকির হাসান, জুবাইর লিখনদের মতো ক্রিকেটাররা। তুলনামূলক শক্তিশালী দুটো দলই বানিয়েছে বিসিবি। এদিকে আশরাফুল খুলনায় অনুষ্ঠিতব্য এই চারদিনের ম্যাচ নিয়েই ভাবছেন।

সেখানে ভালো ক্রিকেট খেলতে চান এই ডানহাতি ব্যাটসম্যান। জানিয়েছিলেন, জাতীয় দলের চিন্তা করছেন না তিনি। তবে অক্টোবর জাতীয় লীগের আগে ম্যাচটি খেলার সুযোগ পেয়ে নিজেকে ঝালিয়ে নিতে পারবেন বলে কিছুটা উচ্ছ্বসিত ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

‘জাতীয় দল নিয়ে চিন্তা করে লাভ নেই। জাতীয় লিগের আগে ম্যাচটা খেলার সুযোগ পেয়েছি, চারটা দিন ভালভাবে কাটাতে পারলেই হলো। এখানে খেলে জাতীয় দল নিয়ে ভাবার সুযোগ নেই,’ মিরপুরের হোম অফ ক্রিকেটে সাংবাদিকদের জানিয়েছিলেন আশরাফুল। তবে জাতীয় লীগে পারফর্ম করেই জাতীয় দলে সুযোগ পেতে চান তিনি।

লাল দলঃ- মোহাম্মদ সাইফ হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ আশরাফুল, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, মার্শাল আইয়ুব, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, তানবির হায়দার, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম

সবুজ দলঃ- ইমরুল কায়েস, মিজানুর রহমান, জাকির হাসান, ফাজলে মাহমুদ রাব্বি, নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, মাহিদুল অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, এবাদত হোসেন, জুবাইর লিখন, ইফতেখার সাজ্জাদ।

Related Articles

Close