খেলাধূলা
নিজেদের মাটিতে শুভ সূচনা পাকিস্তানের
স্পোর্টস ডেস্ক, নিউজরুমবিডি.কমঃ দীর্ঘ ছয় বছর পর ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে শুভ সূচনা করেছে পাকিস্তান। দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারি জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ উইকেটের সহজ জয় পেয়েছে শহিদ আফ্রিদির দল। এ ম্যাচের মধ্য দিয়ে প্রায় ছয় বছর পর আন্তর্জাতিক ম্যাচ গড়িয়েছে পাকিস্তানের মাটিতে।
এর আগে পুরো সিরিজের একমাত্র ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্বান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক এল্টন চিগম্বুরা। অভিজ্ঞ মাসাকাদজা ও সিবান্দা মিলে শুরুটাও করেছিলেন দারুনভাবে। তবে ৫৮ রানের মাথায় এ জুটি ভাঙেন দীর্ঘদিন পর পাকিস্তান দলে ফেরা অভিজ্ঞ পেসার মোহাম্মদ সামি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারিরা। তবে এক প্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রাখেন জিম্বাবুইয়ান অধিনায়ক এল্টন চিগম্বুরা। শেষ পর্যন্ত তার ৩৪ বলে ৫৪ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৭২ রান করে জিম্বাবুয়ে। দলের পক্ষে ওপেনার মাসাকাদজা করেন ২৭ বলে ৪৩ রান। পাকিস্তানের হয়ে সামি ৩ টি ও ওয়াহাব রিয়াজ ২ টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার মুক্তার আহমেদ ও আহমেদ শেহজাদের ১৪২ রানের রেকর্ড জুটির কল্যাণে সহজেই জয়ের বন্দরে পৌঁছে জায় স্বাগতিক পাকিস্তান। ১৪২ রানের মাথায় এ জুটি ভাঙলেও শেহজাদ ৩৯ বলে ৫৫ ও মুক্তার ৪৫ বলে ৮৩ রান করে দলকে জয়ের পথ দেখিয়ে যান। শেষ পর্যন্ত ৩ বল ও পাঁচ উইকেট হাতে রেখেই লক্ষে পৌঁচে যায় আফ্রিদি-আকমলরা। জিম্বাবুয়ের পক্ষে দুটি উইকেট নেন স্পিনার ক্রেমার।
৮৩ রানের অসাধারন ইনিংস খেলায় ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানি ওপেনার মুক্তার আহমেদ।