বাংলাদেশসর্বশেষ নিউজ
হাতিরঝিল ভ্রমণে চালু হলো বাস সার্ভিস
নিউজরুমবিডি.কম: রাজধানীর হাতিরঝিলের আসা দর্শনার্থীদের ভ্রমণকে আরো সহজ ও আরামদায়ক করার লক্ষ্যে চালু হলো বাস সার্ভিস।
বুধবার হাতিরঝিলে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বাংলাদেশ সেনাবাহিনীর এসডব্লিউও আয়োজিত এ অনুষ্ঠানে জানা যায়, প্রাথমিকভাবে ২৭ আসনের চারটি নন-এসি বাস দিয়ে এ সার্ভিস চালু করা হয়েছে। বাসগুলো রামপুরা ব্রিজ থেকে মধুবাগ-মগবাজার-ভায়াডাক্ট ১-বেগুনবাড়ি-কুনিপাড়া-গুলশান আড়ং-পুলিশ প্লাজা-মেরুল বাড্ডা হয়ে আবার রামপুরা ব্রিজে যাবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এ বাস সার্ভিস চালু থাকবে। রামপুরা ব্রিজ থেকে ভায়াডাক্ট-১ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা এবং পুরো চক্রপথের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
অনুষ্ঠানে আরো জানানো হয়, হাতিরঝিলে ১ হাজার ৫০০ আসনের একটি এমপি থিয়েটারের নির্মাণ কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে শেষ হবে। জুন মাসের মধ্যে ওয়াটার ট্যাক্সি এবং দর্শনার্থীদের জন্য টয়লেট সুবিধা চালু করা হবে। এ ছাড়া এখানে শিশুপার্ক ও খাবারের সুবিধাও চালু করা হচ্ছে।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘হাতিরঝিলের নান্দনিকতা বৃদ্ধি ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বাড়াতে আরো পরিকল্পনা রয়েছে। নাগরিক জীবনের ক্লান্তি থেকে স্বস্তি দিতে হাতিরঝিলের মতো প্রকল্পের গুরুত্ব অনেক বেশি। এ প্রকল্পের পানি পরিশোধনের কাজ শেষ হলে আরো সুবিধা চালু করা হবে। হাতিরঝিলকে গুলশান-বনানী লেকের সঙ্গে সংযুক্ত করে বৃহৎ জলাধারে রূপ দেওয়া হবে।’
রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও হাতিরঝিল প্রকল্পের প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ।