সর্বশেষ নিউজ

এমপিও ভূক্তির দাবীতে- আমরণ অনশন

অনশনএস.এইচ.উদয়, নিউজরুমবিডি.কম: বেসরকারি হাইস্কুল-মাদ্রাসায় বৈধভাবে নিয়োগপ্রাপ্ত প্রায় ২০০০ সহকারী গ্রন্থাগারিকদের এমপিও ভূক্তির দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছে বাংলাদেশ সহকারী গ্রন্থাগারিক সমিতি।

সমিতির সভাপতি মোঃ জাহিদ হোসেন, মহাসচিব আশীষ কুমার সিকদার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘আমরা সারাদেশে প্রায় ২০০০ সহকারী গ্রন্থাগারিক ২০১৩ সালের ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত বৈষম্যমূলক পরিপত্রের কারনে এমপিও পাচ্ছিনা। ওই পরিপত্র অনুযায়ী ৩১শে জানুয়ারি ২০১৩ সালের মধ্যে যারা নিয়োগ পেয়ে এমপিও’র আবেদন শিক্ষা অধিদপ্তরে পৌঁছাতে পেরেছেন তাদেরকেই শুধু এমপিও দিয়েছে। পরিপত্র জারির তারিখ পর্যন্ত নিয়োগপ্রাপ্তদের এমপিও’র সুপারিশ কেন করা হলো না, শিক্ষামন্ত্রীর জবাব চাই। ২০১৩ সালের ৩১ শে জানুয়ারি তারিখটি নির্ধারিত করা হয়েছে কিসের ভিত্তিতে? জেলা শিক্ষা অফিসারদের গাফিলতিতে ৩১ শে জানুয়ারি ২০১৩ এর পূর্বে নিয়োগ পেলেও এমপিওর আবেদন সময়মত ডিজি অফিসে না পাঠানোয় এমপিও বঞ্জিত রয়েছেন শত শত গ্রন্থাগারিক। এমনকি অদ্যাবধি পর্যন্ত নিয়োগপ্রদান প্রক্রিয়া কাজ যথারীতি চালু রয়েছে।’

সমিতির মহাসচিব আশীষ কুমার সিকদার নিউজরুমবিডি কে বলেন-‘ মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন তিনি যেন আমাদের এমপিওভূক্তির করার করার সদয় নির্দেশ দেন”। তিনি আরো বলেন – “আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।’

Related Articles

Close