বিনোদনসর্বশেষ নিউজ

‘এটা কোনও দয়া নয়, এটা দুর্গত মানুষদের অধিকার।’ – অনন্ত জলিল

অনন্ত জলিলবিনোদন প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে অনন্ত জলিল হেলিকপ্টারযোগে কুড়িগ্রামের চিলমারীতে পৌঁছান। সেখানে তিনটি ইউনিয়নের বন্যা কবলিত প্রায় ২৪’শ পরিবারকে ত্রাণ সহায়তা দেবেন অনন্ত। বিষয়টি নিশ্চিত করেন থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাব্দুর রাজ্জাক। তিনি জানান, অনন্ত জলিল চিলমারীর তিনটি ইউনিয়নের ২৪’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এরমধ্যে থানাহাট ইউনিয়নের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১০০ পরিবারকে ত্রাণ বিতরণ করবেন। এছাড়াও রমনা ইউনিয়নের ৮০০ পরিবার এবং চিলমারী ইউনিয়নের ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেবেন অনন্ত জলিল।
চিলমারী পৌঁছে অনন্ত জলিল  বলেন, ‘বন্যা কবলিত মানুষদের সহায়তা করতে অামি এসেছি। এটা কোনও দয়া নয়, এটা দুর্গত মানুষদের অধিকার।’
সমাজের সামর্থবানদের উদ্দেশে জলিল বললেন, ‘অামি সমাজের সামর্থবানদের বলবো, যার যতটুকু সামর্থ অাছে তারা ততটুকু নিয়েই বন্যার্তদের পাশে দাঁড়‌ান, তাদের সাহায্য করুন।’

Related Articles

Close