জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে অসহায় ও দুঃস্থদের মাঝে চেক ও ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী তারানা হালিম

montri taranaমুক্তার হাসান, টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের টেউরিয়া গ্রামের স্থানীয় গরিব দুঃস্থদের মাঝে ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের উদ্দ্যোগে ত্রাণ বিতরণ করেছেন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম।

শনিবার সকালে টেউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি এ কর্মসূচী পালন করেন। স্থানীয়দের মাঝে ত্রাণ বিতরণসহ প্রতিমন্ত্রী তার নিজ তহবিল থেকে ৫ হাজার টাকা করে ৪০জন ব্যক্তির মাঝে চেক বিতরণ করেন। ত্রাণ বিতরণ কর্মসুচী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাবের জেলা গর্ভনর ডা. শরীফুল ইসলাম রিপন।

সম্মানিত অতিথি ছিলেন, কাউন্সিল চেয়ারপার্সন এম কে বাশার, প্রথম জেলা উপ-গর্ভনর হাবিবা হাসান, দ্বীতিয় জেলা উপ-গর্ভনর মোহাম্মদ ফখরুদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, এ্যারিস্টোফার্মা ঔষধ কোম্পানির মালিক এম এ হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম শিবলি সাদিক।

পরে প্রতিমন্ত্রী ত্রাণ বিতরণ শেষে আটিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে দুুুপুরে প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ও গরীব দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এসময় তিনি ৪০ জন ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি প্রদান করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহাদত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, উপজেলাপ্রাথমিক শিক্ষা অফিসার বাবু গৌর চন্দ্র দে, আটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম মলি­ক।

Related Articles

Close