বাংলাদেশসর্বশেষ নিউজ

ঝিনাইদহে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন ও আলোচনা সভা

ঝিনাইদহে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন ও আলোচনা সভামোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদদাতা : “সত্য সুন্দর মঙ্গলের প্রত্যাশায়”শ্লোগান কে সামনে রেখে ঝিনাইদহে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় উজির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রয়াস এর আয়োজনে ঘর কণ্যা ও দেশ চেতনার সহযোগিতায় ৫০জন অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অসচ্ছল শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগনকে নিয়ে এ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উজির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল কুদ্দুস দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন এ্যাডঃ মনোয়ারুল হক লাল।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব একরামুল হক লিকু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সুইমিং ফেডারেশন এর নির্বাহী পরিষদের সদস্য, জেলা নাট্য সমন্বয় পরিষদ জেলা শাখার সভাপতি ও ঝিনাইদহে অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাহিনুর আলম লিটন, প্রয়াস এর সভাপতি ক্রীড়া ব্যাক্তিত্ব জয়নাল আবেদীন, প্রয়াস এর সাধারন সম্পাদক রাশেদুল হক, বিশ্ব সাহিত্য কেন্দ্র’র ইনচার্জ আলমগীর হোসেন, ইছাহাক আলী।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ, ফয়সাল আহমেদ,শেখ রুহুল আমিন,সোহাগ আলী, ইছাহাক আলী, শাহিন চারুদেশ, এমদাদ শুভ্র প্রমূখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি এ্যাডঃ মনোয়ারুল হক লাল সহ অতিথিবৃন্দ ৫০জন অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্র’র ইনচার্জ আলমগীর হোসেন।

অনুষ্ঠানের আলোচনা সভায় দরিদ্র, শিশু-কিশোররা, শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজ কর্মি, উন্নয়ন কর্মি, স্থানীয় বাসিন্দা, সাংবাদিকসহ প্রায় ৩ শতাধিক বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

Tags

Related Articles

Close