অন্যান্যজাতীয়বাংলাদেশবিনোদনসর্বশেষ নিউজ
শিল্পী সমিতি নির্বাচন; মিশা-জায়েদ পরিষদ বিজয়ী
এস.এইচ.উদয়, নিউজরুমবিডি.কম: বিএফডিসির শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৭-১৮) নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে মিশা-জায়েদ পরিষদ।
নির্বাচনে ২৫৯ ভোট পেয়ে আগামী দুই বছরের জন্য শিল্পি সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা চলচিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওমর সানী পেয়েছেন ১৫৩ ভোট। অপরদিকে একই প্যানেল থেকে চিত্রনায়ক জায়েদ খান ২৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অমিত হাসান পেয়েছেন ১৪৫ ভোট।
শুক্রবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে অংশ নেয় তিনটি প্যানেল ওমর সানী-অমিত হাসান পরিষদ, মিশা সওদাগর-জায়েদ খান পরিষদ ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা পরিষদ। নির্বাচনে মোট ২১টি পদে ৫৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার সংখ্যা ছিল ৬২৪ জন, মোট ভোট পরে ৫৫৮ টি।
উল্লেখ্য, গত দুই দুই বার টানা শিল্পি সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন বর্তমান সময়ের নাম্বার ওয়ান হিরো শাকিব খান, এবং সর্বশেষ সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন অমিত হাসান।