বাংলাদেশসর্বশেষ নিউজ

বিরলে ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্ভোধন

বিরলে ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্ভোধনজেড.আই জহির, বিরল (দিনাজপুর) : দিনাজপুর জেলার বিরল উপজেলা পরিষদ চত্বরে ৪ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৭, বিরল পৌরসভার কামারপাড়া-ধর্মদহ সড়কে অর্ধ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ব্রীজ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার বই ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের উদ্বোধন করেছেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

রবিবার সকালে বিরল পৌরসভার কামারপাড়া-ধর্মদহ সড়কে অর্ধ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ব্রীজ এর শুভ উদ্বোধন শেষে উপজেলা পরিষদের মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ, বি, এম, রওশন কবীর এর সভাপতিতে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সবুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আশরাফুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাউল হোসেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সারওয়ারুল ইসলাম বাবুল, আব্দুস সবুর, যুগ্ম-সম্পাদক রমাকান্ত রায়, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন সাজু, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপজেলার ১২টি ইউনিয়নের ৬০০ জন বয়স্ক, ৭২ জন বিধবা, ৩১২ জন প্রতিবন্ধীর মাঝে ভাতা বই এবং ১২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন।

শেষে প্রধান অতিথি উপজেলার রাণীপুকুর ইউপি’র বিষ্ণপুর উত্তরণ সংঘকে স্বাবলম্বী করার লক্ষ্যে কম্বাইন হারভেষ্টর, পাওয়ার টিলার, ধান কাটার যন্ত্র, ধান মারার যন্ত্র (থ্রেসার), ধানের চারা রোপন যন্ত্র, বীজ বপন যন্ত্র বিনামুল্যে বিতরণ ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

Tags

Related Articles

Close