ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

টাইগারদের ফিটনেস ক্যাম্প শুরু সোমবার

Fitnes.জেড.আই জহির : আসন্ন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সফরকে সামনে রেখে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামীকাল সোমবার সকাল ৯টায় ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের রিপোর্টিং করার কথা রয়েছে। আগামীকালের ফিটনেস এন্ড কন্ডিশনিং ক্যাম্প পরিচালনা করবেন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনে।

পরবর্তি সিরিজের পূর্বে দীর্ঘ সময় থাকায় তিন ভাগে ক্যাম্প পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার প্রথম ভাগে ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং করানো হবে। এরপর শুরু হবে স্কিল ডেভেলপমেন্ট। আর সবশেষে নিজেদের মধ্যে ম্যাচ অনুশীলন দিয়ে সমাপ্তি ঘটবে ক্যাম্পের।

উল্লেখ্য, আসন্ন দুই সিরিজকে সামনে রেখে বিগত ২২ জুন ২৯ জনের প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি। এর মধ্যে পাঁচ ক্রিকেটার বিসিবি এইচপি স্কোয়াডের হয়ে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। অস্ট্রেলিয়া সফর শেষ করে ক্যাম্পে যোগ দিবেন তারা। টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল গিয়েছেন ইংল্যান্ডে এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি বøাস্ট টুর্নামেন্ট খেলতে। এছাড়া পেসার রুবেল হোসেন ইনজুরির কারণে কিছুদিন পর ক্যাম্পে অংশ নিবেন।

ক্যাম্পে ডাক পাওয়া ২৯ ক্রিকেটার : তামিম ইকবাল খান, ইমরুল কায়েস সাগর, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, মাশরাফী বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, কামরুল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, আবুল হাসান রাজু, আল-আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানভীর হায়দার, সাকলাইন সজীব ও শফিউল ইসলাম সুহাষ।

Tags

Related Articles

Close