সর্বশেষ নিউজ

সাহিত্যে নোবেল বিজয়ী বেলারুশের সাহিত্যিক সয়েতলানা আলেক্সিয়েভিচ

Svetlanaডেস্কনিউজ, নিউজরুমবিডি.কম: আজ বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি সাহিত্যে নোবেল বিজয়ী ১১২তম লেখক হিসাবে বেলারুশের সাহিত্যিক সয়েতলানা আলেক্সিয়েভিচর নাম ঘোষণা করেছে।  তার হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়া হবে আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে।

সর্বশেষ ২০১৩ সালে এই  নোবেল পেয়েছিলেন কানাডার সাহিত্যিক অ্যালিস মুনরো। দুই বছর পর আবারও নোবেল পেলেন আরেক নারী সাহিত্যিক।

সয়েতলানার জন্ম ১৯৪৮ সালের ৩১ মে ইউক্রেনের ইভানো-ফ্রাঙ্কোস্ক শহরে। তার বাবা ছিলেন বেলারুশের ও মা ইউক্রেনের বাসিন্দা । সেনাবাহিনী থেকে বাবার অবসর নেওয়ার পর সয়েতলানার পুরো পরিবার বেলারুশে ফিরে আসে।

সয়েতলানার তার ক্যারিয়ার শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে। সাংবাদিকতাও করেছেন তিনি। ১৯৬৭ থেকে ১৯৭২ সালের মধ্যে তিনি ইউনিভার্সিটি অব মিনস্কে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন।

সরকারবিরোধী মতের কারণে স্নাতক সমাপনীর পর পোল্যান্ড সীমান্তের কাছাকাছি ব্রেস্ট শহরের একটি স্থানীয় দৈনিকে কাজ শুরু করেন সেতলানা। পরে তিনি মিনস্কে ফিরে আসেন এবং সেলেস্কজা গ্যাজেটা নামে একটি দৈনিকে কাজ শুরু করেন।

 

Related Articles

Close