বাংলাদেশসর্বশেষ নিউজ

ঝিনাইদহে ৭ দিন ব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন

Pic (2)মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি : ‘বৃক্ষ রোপন করে যে, সম্পদশালী হয় সে’-এ ¯েøাগানকে সামনে রেখে ঝিনাইদহে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ মো.রেজাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবউদ্দিন আহমেদ, কৃষি স¤প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম রায়হান।

Pic (3)আলোচনা সভা শেষে দুপুরে ৭ দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়। এবারের মেলায় ৪০টি স্টল স্থান পেয়েছে।

আগামী ২৯ জুলাই শেষ হবে এ বৃক্ষ মেলা। এদিকে ঝিনাইদহ জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ৫ হাজার বৃক্ষ রোপনের টার্গেট নিয়ে রোববার বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মোঃ আতাউর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও জেলা পরিষদের কাউন্সিলর শামিম আরা হ্যাপী।

Tags

Related Articles

Close