নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কমঃ যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযুক্ত মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান এ রায় ঘোষণা করেন এবং অপর দুই সদস্য বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহিনুর ইসলাম মামলার রায়ের সময় উপস্থিত ছিলেন। ১৯৭১ সালে হত্যা, লুন্ঠন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধে এ মামলার রায় ঘোষণা করেন আদালত।
১৩৩ পৃষ্ঠার এই রায়ে বলা হয়, প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের মধ্যে প্রথমটিতে দুই আসামিকে সর্বসম্মতভাবে আমৃত্যু কারাদণ্ড, দ্বিতীয় অভিযোগে পাঁচ বছরের জেল দেওয়া হয়।
আর তৃতীয় অভিযোগে এর আগে দালাল আইনে তারা দণ্ডিত হওয়ায় ওই অভিযোগটি বাদ দেওয়া হয়েছে।
তৃতীয় অভিযোগের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা অদক্ষতার পরিচয় দিয়েছেন বলেও রায়ে উল্লেখ করা হয়।
ট্রাইব্যুনালে এ পর্যন্ত আসা ১৮টি যুদ্ধাপরাধের মামলায় ২০ আসামির মধ্যে ১৩ জনের ফাঁসির রায় এসেছে। তাদের মধ্যে আদালতের রায়ের পর দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের সুবেদার আলী বিশ্বাসের ছেলে মো. মাহিদুর রহমান (৮৪)।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, আফসার হোসেন ওরফে চুটু (৬৫) শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের কুতুব উদ্দিন মণ্ডলের ছেলে।