ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

মালিকানা অপরিবর্তিত থাকছে চিটাগং ভাইকিংসের

chittagong vikings.জেড.আই জহির : বেশ কিছুদিন যাবৎ ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিল ডিবিএল গ্রুপের হাতে চট্টগ্রাম ভাইকিংসের মালিকানা পরিবর্তন হতে যাচ্ছে। দলটির নতুন মালিকানায় আসছেন চট্টগ্রাম মহানগরের মেয়র ও বিসিবির সহসভাপতি আ.জ.ম নাছির।
 
এমনকি নতুন ফ্র্যাইঞ্জাজি মালিকানার সঙ্গে থাকার কথা ছিল আকরাম খানেরও। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কিছু আইনের সাথে না মেলায় এবার আর মালিকানা বদলের সম্ভাবনা নেই চিটাগং ভাইকিংসের। ফলে এবারের বিপিএলেও ভাইকিংসের মালিকানা থাকছে ডিবিএল গ্রুপের কাছেই।
 
এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘বিপিএলের দল গড়তে হলে কমপক্ষে ১০ থেকে ১১ মাস সময় প্রয়োজন। ফলে এবার আগ্রহ কম দেখিয়েছেন নাসির ভাই। তবে আমরা চেষ্টা করবো আগামী বছর কিংবা তার পরের বছর নতুন করে চুক্তির জন্য।’
Tags

Related Articles

Close