সর্বশেষ নিউজ

টাঙ্গাইলের সখিপুরে বানিয়ারছিট স্কলারস্ এসোসিয়েশনের বিশ বছর পূর্তি উদযাপন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

BSA

নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম:  আজ বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের সখিপুরে অনুষ্ঠিত হয় বানিয়ারছিট স্কলারস্ এসোসিয়েশনের বিশ বছর পূর্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।

১৯৯৫ সালের ১লা অক্টোবর প্রতিষ্ঠিত সংগঠনটির বর্তমান সভাপতি মো: গোলাম কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সাঈদ আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সাঈদ আজাদ বলেন- ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। দেশকে এগিয়ে নিতে শিক্ষিত সমাজের কোন বিকল্প নেই। তাই প্রত্যেকটি পরিবারের অভিবাবকদেরকে তাদের সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করতে তাদের প্রতি নজর রাখতে হবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে এবং নেশা সহ যাবতীয় অপকর্মের বিরুদ্ধে সজাগ থাকতে উপস্থিত সকলকে আহবান জানান।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কে.বি.এম রুহুল আমিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ জামাল মিয়া, দেলোয়ার হোসেন সাথী, লিটন আহমেদ আকাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সহ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা শেষে উপস্থিত হাজার হাজার দর্শকদের মনোরঞ্জনে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নৃত্য ও কৌতুক পরিবেশন করেন চিত্রনায়িকা সাথী, খ্যাতনামা কমেডিয়ান শাহীন এবং ওপার বাংলা হতে আগত জনপ্রিয় নৃত্যশিল্পীবৃন্দ।

Related Articles

Close