বাংলাদেশ

কালীগঞ্জ বেগবতি নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার অপরাধে জরিমানা

Fisherমোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুুর গ্রামে বেগবতি নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার অপরাধে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহষ্পতিবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাদেকুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় নদী থেকে বড় বাধ অপসারন ও বাঁধের বাশ, জাল জব্দ করা হয়। ইকবাল হোসেন বলরামপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

ইউএনও ছাদেকুর রহমান জানান, নদীতে বাঁধ দিয়ে মাছ ধরা অপরাধ। তিনি বলেন অভিযোগ পাওয়ার পর নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের বেগবতি নদীতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায় বড় বাধ দিয়ে মাছ শিকার করা হচ্ছে।

এরপর বাঁধ দিয়ে মাছ ধরার দায়ে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমান ও বাঁধের বাশ ও জাল অপসারন করা হয়। তিনি জানান, চিত্রা, বেগবতিসহ অন্য নদীতেও এই অভিযান চালানো হবে।

Tags

Related Articles

Close