বাংলাদেশসর্বশেষ নিউজ
টাঙ্গাইলে নতুন করে ডাক্তার-নার্সসহ ২০ জন আক্রান্ত
মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলে নতুন করে ডাক্তার ও নার্সসহ ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দেলদুয়ার উপজেলায় দুইজন, সখিপুরে একজন, মির্জাপুরে ছয় জন, ভূঞাপুরে ছয় জন, গোপালপুরে চারজন ও ধনবাড়ী উপজেলায় একজন রয়েছেন।
এই নিয়ে জেলায় সর্বমোট ৩৭৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ১৩৭ জন সুস্থ হয়েছেন। সর্বমোট ৮ জন মারা গেছেন। বাড়িতে ও আসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২১৪ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৫ জন। নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে ৫৯৭টি।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ২০ জন ভর্তি হন। তাদের মধ্যে ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।