বাংলাদেশসর্বশেষ নিউজ

উদ্বোধনের অপেক্ষায় টাঙ্গাইলের নাগরপুরে দ্বিতীয় ধলেশ্বরী সেতু

nagarpur setuমুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি প্রত্যাশিত দ্বিতীয় ধলেশ্বরী সেতু এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়। অবশেষে এ অঞ্চল বাসীর লালিত স্বপ্ন বহু প্রত্যাশিত সেতু প্রকল্পটি বাস্তবায়ন ও উদ্বোধনের মধ্য দিয়ে তাদের আকাঙ্খার প্রতিফলন ঘটতে যাচ্ছে। দীর্ঘ প্রায় আড়াই বছর মহাকর্মযজ্ঞ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেতু হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে ঠিকাদারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

সূত্রে জানা যায়, উপজেলার নাগরপুর মির্জাপুর সড়কের কেদারপুর ঘাট নামক স্থানে ৫২০.৬০ মিটার পিসি গার্ডার সেতু (ধলেশ্বরী সেতু) প্রকল্পটি মের্সাস মীর আক্তার হোসেন লিমিটেড নামক ঠিকাদারী প্রতিষ্ঠান সর্বনি¤œ দরদাতা  হিসেবে কার্যাদেশ পান। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তত্বাবধনে ৫৫ কোটি ৪৭ লাখ ১৫ হাজার ৮০৭.৪৪ টাকা ব্যয়ে নির্মিত সেতুর মুল কাজ ইতো মধ্যে শেষ হয়েছে। প্রকল্পটির প্রজেক্ট ম্যানেজার আবু সাদ্দাত সায়েম জানান, সেতুর মুল কাজ শেষ হয়েছে। সংযোগ সড়কের কার্পেটিংয়ের কাজও শেষের দিকে। এরপর রংয়ের কাজ সম্পন্ন হলেই সেতুটি হস্তান্তর করা হবে।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এটিএম রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, ব্রীজের মুল কাজ (স্ট্রাকচার) শেষ। এ্যাপ্রোচ সড়কের কাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। দ্রæত সময়ের মধ্যে এলাকাবাসী সেতুটির সুবিধাভোগ করতে পারবে।

নাগরপুর মির্জাপুর ভায়া কেদারপুর সড়কে দ্বিতীয় ধলেশ্বরী সেতু বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ টাঙ্গাইলবাসীর যোগাযোগের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হচ্ছে উল্লেখ করে স্থানীয় সাংসদ খন্দকার আব্দুল বাতেন বলেন, সেতুটি হস্তান্তরের পর উদ্বোধনের তারিখ নির্ধারন করা হবে। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে এ সেতুর নাম করন করা হবে বলেও তিনি জানান।

Related Articles

Close