বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

টাঙ্গাইলের দুই উপজেলায় আওয়ামীলীগ ৬, বিএনপি ২, স্বতন্ত্র ৩ জয়ী

up electionমুক্তার হাসান, টাঙ্গাইল থেকে: ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইল মধুপুর উপজেলার তিনটি ও দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নের ভোট গণনা শেষ হয়েছে শনিবার। মধুপুর উপজেলার তিন ইউনিয়নেই আওয়ামীলীগ প্রার্থীরা বিজয়ী হয়েছে।

আলোকদিয়া ইউনিয়নে বিজয়ী আবু সাইদ তালুকদার দুলাল আ’লীগ,প্রতিদ্ব›দ্বী আবু সাঈদ খান সিদ্দিক স্বতন্ত্র।

গোলাবাড়ী ইউনয়ন বিজয়ী গোলাম মোস্তফা খান বাবলু আওয়ামীলীগ,প্রতিদ্ব›দ্বী হুমায়ুন কবির তালুকদার বিএনপি।

মির্জাবাড়ী ইউনিয়নে বিজয়ী শাহজাহান তালুকদার আওয়ামীলীগ, প্রতিদ্ব›দ্বী হারুন শিকদার বিএনপি।

দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামীলীগ ৩, বিএনপি ২ ও স্বতন্ত্র ৩জন জয়ী।

ইউনিয়ন পাথরাইল-বিজয়ী প্রার্থী হানিফুজ্জামান (লিটন) স্বতন্ত্র। প্রতিদ্ব›দ্বী রাম প্রসাদ সরকার আ’লীগ।

ইউনিয়ন দেলদুয়ার সদর-বিজয়ী প্রার্থী আবু তাহের (বাবলু) স্বতন্ত্র,প্রতিদ্ব›দ্বী মোহাম্মদ হুমায়ুন কবির খান স্বতন্ত্র।

ইউনিয়ন ডুবাইল-বিজয়ী মো. ইলিয়াস মিয়া আ’লীগ। প্রতিদ্ব›দ্বী মো. খোরশেদ আলম বাদল বিএনপি।

ইউনিয়ন লাউহাটি-বিজয়ী মো. রফিকুল ইসলাম খান (ফিরোজ) বিএনপি। প্রতিদ্ব›দ্বী প্রার্থী শাহীন মোহাম্মদ খান স্বতন্ত্র  ।

ইউনিয়ন ফাজিলহাটি-বিজয়ী মো. তোফাজ্জল হোসেন বিএনপি,প্রতিদ্ব›দ্বী  মো. আব্দুল মবিন সরকার স্বতন্ত্র।

ইউনিয়ন এলাসিন-বিজয়ী মো. বেলায়েত হোসেন আ’লীগ,প্রতিদ্ব›দ্বী মো.মানিক রতন আ’লীগ বিদ্রোহী।

ইউনিয়ন দেউলী-বিজয়ী দেওয়ান তাহমিনা আ’লীগ,প্রতিদ্ব›দ্বী মো. কামরুল ইসলাম জাতীয় পার্টি।ইউনিয়ন আটিয়া-বিজয়ী মো.সিরাজুল ইসলাম মলি­ক স্বতন্ত্র,প্রতিদ্ব›দ্বী প্রার্থী মো. সাজ্জাত হোসেন স্বতন্ত্র।

Related Articles

Close