বাংলাদেশসর্বশেষ নিউজ

টাঙ্গাইলের সখীপুরে নাতির ভুলে প্রাণ গেল বৃদ্ধার

sakhipurটাঙ্গাইল প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: টাঙ্গাইলের সখীপুরে চায়ের পাতির পরিবর্তে  ভুলবশত কীটনাশক (বাসুডিন) মিশিয়ে চা তৈরি করে পান করায় শনিবার রাতে সুফিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বহুরিয়া দক্ষিণ পাড়া গ্রামের আবু বকরের স্ত্রী। ওই চা পান করে বৃদ্ধার স্বামী আবু বকর (৭০) ও তাঁর নাতি রাশেদুল (৮) গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছেন।

পারিবারিক ও স্বাস্থ্যকমপ্লেক্স সূত্র জানায়, শুক্রবার রাতে সুফিয়া বেগম তাঁর নাতী রাশেদুলকে চা বানাতে বললে ভুলক্রমে সে চায়ের পাতির পরিবর্তে ঘরে থাকা কীটনাশকের (বাসুডিন) গুড়া দিয়ে চা তৈরি করে। ওই চা একই সঙ্গে নানা আবুবকর, নানী সুফিয়া বেগম  এবং সে নিজেও পান করলে তিনজনই গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। পরে ওই রাতেই তাঁদের সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার রাতেই বৃদ্ধা সুফিয়ার মৃত্যু হয়।

সখীপুর স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজমুল হোসাইন বলেন, কীটনাশক মিশিয়ে চা পান করে তিন ব্যক্তি অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হলে বৃদ্ধা সুফিয়া মারা যান।

Tags

Related Articles

Close