বাংলাদেশসর্বশেষ নিউজ
কুতুবপুর টু হাটুভাঙ্গা সড়ক: রাস্তায় হাট বসায় নাকাল যাত্রীরা
সিরাজুস সালেকীন সিফাত, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরের কুতুবপুর বাজার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উঠতে গোড়াই স্টেশন পর্যন্ত ৪৫ কিলোমিটার সড়কে কমপক্ষে ১৫টি স্থানে সড়কের ওপর হাট-বাজার বসায় যাত্রীরা চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সড়কের ওপর হাট-বাজার বসার কারণে অহেতুক যানজটে চলাচলকারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনা।
সখীপুর-ঢাকা-টাঙ্গাইল-সাগরদীঘি মহাসড়কের কাকরাইদ, গারোবাজার, সাগরদীঘি, জোড়দীঘি, কুতুবপুর, বড়চওনা, কালিয়া, কচুয়া, নলুয়া, তক্তারচালা, দেওদীঘি, বাঁশতৈল, কাইতলা, হাঁটুভাঙ্গা, গোড়াই প্রভৃতি স্থানে মহাসড়কের ওপর হাট বসে। এ হাট বসায় প্রায়ই ঘন্টার পর ঘন্টা ধরে যানজট লেগে থাকে।
সখীপুর-সাগরদীঘি-হাঁটুভাঙ্গা মহাসড়কের দেওদীঘি বাজারে বিশাল বাঁশের হাট, কুতুবপুর বাজারে কলার হাট, কাইতলা বাজারে বৃহত্তর ময়মনসিংহের মধ্যে অন্যতম পশুর হাট, তক্তারচালা বাজারে রেডিমেট ফার্নিচারের হাট, গারোবাজার এবং বড়চওনায় আদা-হলুদসহ কাঁচা পণ্যের বিশাল হাট বসে। সড়কের ওপর বিভিন্ন পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে চলছে বেচা-কেনা। প্রতিদিনই এ সড়কের ১০/১২ স্থানে বসে সাপ্তাহিক হাট। সড়কের ওপর হাট বসায় রোগীবাহী অনেক গাড়ি ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে। এতে সময়মত স্বজনরা রোগীদের হাসপাতালে নিতে বিড়ম্বনার শিকার হন। এছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীরা যানজটের কবলে পড়ে।
সংশ্লিষ্ট হাট-বাজারগুলোর ইজারাদাররা জানান, স্থান সংকুলান না হওয়ায় রাস্তাতেই বসে পড়েন পণ্য বিক্রেতারা। বড়চওনা হাটের ইজারাদার আনিসুর রহমান বলেন, হাটবারে কিছু অস্থায়ী পণ্য বিক্রেতা রাস্তার ওপর বসার চেষ্টা করলেও আমরা তাদের নিষেধ করি। তবে এ বাজারের চারটি স্থানে এলোপাথারি ভাবে ভ্যান, ইজিবাইক ও ডিম পরিবহনের ট্রাক রাস্তার পাশে রাখায় যানজটের সৃষ্টি হয়। আমাদের পক্ষ থেকে তাদের বলেও কোন লাভ হচ্ছে না।