খেলাধূলাসর্বশেষ নিউজ
টেস্ট ক্রিকেটকে গুডবাই জানালেন ওয়াটসন
জেড.আই জহির, নিউজরুমবিডি.কম: অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার শেন ওয়াটসন টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজ শুরু হওয়ার আগে ইনজুরির কারণে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানান অজি বোলিং অলরাউন্ডার রায়ান হ্যারিস। এরপর ফর্মহীনতায় থাকা অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে এসে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক এবং তার সাথে একই ম্যাচেই অবসর নেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওপেনার ব্যাটসম্যান ক্রিস রজার্স। এবার সেই শিবিরে যুক্ত হলেন শেন ওয়াটসন। বিষয়টি টুইট করে নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
রোববার অস্ট্রেলিয়ান ক্রিকেট সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিষয়টি টুইট করে নিশ্চিত করেছে। সম্প্রতি অ্যাশেজ হেরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই দলের সদস্য ছিলেন ওয়াটসন। পুরো দলের মত ওয়াটসনও ছিলেন নিষ্প্রভ। ওয়ানডেতে ওয়াটসন যেভাবে নিজেকে প্রমাণ করেছেন টেস্টে সেভাবে পারেননি। টেস্ট ক্যারিয়ারের পুরোটা সময়ই ইনজুরি ও ফর্মহীনতার ভুগেছেন ওয়াটসন। তারই কারনে হয়ত টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন শেন ওয়াটসন।
৩৪ বছর বয়সি শেন ওয়াটসন অস্ট্রেলিয়ার হয়ে ৫৯টি টেস্ট খেলেছেন। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ওয়াটসনের। ৫৯টি টেস্টে ১০৯টি ইনিংস খেলে ৩৫.১৯ গড়ে ৩,৭৩১ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১৭৬ রান টেস্টে তার সর্বোচ্চ রানের স্কোর। সেঞ্চুরি হাকিয়েছেন ৪টি ও হাফসেঞ্চুরি করেছেন ২৪টি ইনিংসে।
অপরদিকে শেন ওয়াটসন বল হাতে ৫৯টি টেস্ট ম্যাচ খেলে ৯৩টি ইনিংস বল করে ৩৩.৬৮ গড়ে নিয়েছেন মোট ৭৫টি উইকেট। ৩৩ রান খরচায় ৬টি উইকেট তার সেরা বোলিং ফিগার। এক ইনিংসে ৫টির বেশি উইকেট নিয়েছেন ৩ বার। পাশাপাশি ওয়াটসন ৪৫টি ক্যাচ ধরেছেন।