ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

ঢাকায় ইসিবির পর্যবেক্ষক দল!

ECB vs BCBনিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে ঢাকায় এসে পৌছেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পর্যবেক্ষক দল। আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ঢাকায় আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের।

বুধবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকসনের নেতৃত্বে ঢাকায় এসেছে নিরাপত্তা পর্যবেক্ষক দল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সময় বেলা ১১.৫৫ মিনিটে প্রতিনিধি দলটি অবতরন করে। তিন সদস্যের এই প্রতিনিধি দলটি বাংলাদেশে চার দিন অবস্থান করবেন।

তিন দিনের সংক্ষিপ্ত সফরের ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পর্যবেক্ষক দলের নেতৃত্ব দিচ্ছেন ইসিবির নিরাপত্তা পরামর্শক ও মেলবোর্ন পুলিশের সাবেক কমকর্তা রেগ ডিকসন। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, সিরিজ আয়োজনের প্রস্তুতি, ভেন্যু ও হোটেলের সুযোগ-সুবিধা সরেজমিনে দেখতেই ঢাকা এসেছেন প্রতিনিধি দল।

এদিকে ডিকসনের রিপোর্টের উপর অনেকটা নির্ভর করছে আসন্ন বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজটি। ডিকসনের রিপোর্টকে ভিত্তি করেই ব্রিটিশ সরকারের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসিবি।

Tags

Related Articles

Close