খেলাধূলা
মেসির জোড়া গোলে লজ্জা এড়ালো বার্সা
স্পোর্টস ডেস্ক, নিউজরুমবিডি.কমঃ গত ম্যাচেই শিরোপা নিশ্চিত হওয়া বার্সেলোনা নিজেদের শেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনার সাথে ২-২ গোলে ড্র করলো। লিওনেল মেসির জোড়া গোলের এ ম্যাচে বার্সেলোনা ছেড়ে কাতারের আল সাদে যোগ দিতে যাওয়া জাভি বার্সেলোনার জার্সি গায়ে শেষ ম্যাচ খেলে ফেললেন।
অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর শেষ ম্যাচটা ছিল শুধুই আনুষ্ঠানিকতা। বার্সা কোচ লুইস এনরিকে শুরুর একাদশে এনেছিলে বড় ধরনের পরিবর্তন। নিয়মিত একাদশের পিকে, মাসচেরানো, ইনিয়েস্তাদের বদলে এদিন শুরু থেকেই মাঠে নামিয়েছিলেনন আদ্রিয়ানো, বারত্রা, ম্যাথিউদের। বার্সার হয়ে এদিন প্রথম মাঠে নামেন বার্সার বেলজিয়ান ডিফেন্ডার থমাস ভার্মালেন।
এ ম্যাচে বার্সা প্রথম সাফল্য পায় ম্যাচের ৫ম মিনিটেই। ডি বক্সের ভেতর ডানপ্রান্ত থেকে রাফিনহার বাড়িয়ে দেয়া ক্রসে হেড করে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ১-০ গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা।
দ্বিতিয়ার্ধে মাঠে নেমে আরো আক্রমনাত্বক খেলতে থাকা বার্সেলোনা ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের ৫৯ মিনিটে। ব্রাজিল অধিনায়ক নেইমারের বাড়িয়ে দেয়া বলে ডানপায়ের শটে ব্যবধান দ্বিগুন করেন আর্জন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
ম্যাচের ৬৭ মিনিটে দেপোর্তিভোর হয়ে গোল করে ব্যবধান ২-১ করেন লুকাস পেরেজ। ম্যাচের ৭৬ মিনিটে দেপোর্তিভোর ডিয়েগো সলোমো গোল করে ম্যাচে সমতা ফেরান। ম্যাচের বাকি সময়ে আর কোন গোল আদায় করতে পারেনি কোন দলই, ফলে নির্ধারিত সময় শেষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।