ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

দেশের বাইরে খেলার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ

14963230_1853389828226979_1602888652231442242_nনিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ পাঁচ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগার’রা।

এরআগে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতার স্বাদ পায়নি বাংলাদেশ। তবে এবার নিউজিল্যান্ড খেলতে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় একটি প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। তাই নতুনরুপেই দেশের ন্যায় বিদেশের মাটিতেও নিজের সেরা খেলাটা উপহার দিবে বাংলাদেশ, দাবী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাকিব আল হাসান সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেন। সাকিব আল হাসান বলেন, “ওখানে (নিউজিল্যান্ডে) আমাদের জন্য কাজটা সহজ হবে না। তাই প্রস্তুতি ভালো হওয়া উচিত। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় আমাদের ক্যাম্প খুব কাজে দেবে। আশা করি, ভালোভাবে প্রস্তুতি নিতে পারব।”

নিউজিল্যান্ড সিরিজ শেষে আগামী বছর শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। পাশাপাশি ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অংশ নিবেন মাশরাফি-সাকিব-মুশফিক-তামিম’রা।

এদিকে বাংলাদেশ দেশের মাটিতে যতটা ভয়ঙ্কর বিদেশের মাটিতে ঠিক তার উল্টো প্রতিক্রিয়া দেখায়। তবে দেশসেরা ক্রিকেটার মনে করেন বিদেশের মাটিতেও বাংলাদেশ তার সেরা খেলাটা উপহার দিবে। সাকিব আল হাসান যোগ করেন, বিগত বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে ভালো খেলার অভিজ্ঞতা বাংলাদেশ এখন দেশের বাইরেও ভালো করার আত্মবিশ্বাস রাখে।

সাকিব আল হাসান বলেন, “দেশের বাইরে খেলার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আমরা। আগে বিদেশ সফরে গেল আমরা ভীত থাকতাম। কেমন করি, চিন্তা থাকতো। বিশ্বকাপে ভালো খেলায় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আমাদের পেসাররা খুব ভালো করছে। বলতে গেলে স্পিন-পেস দুটি বিভাগেই ভালো হচ্ছে। আশা করি, এবার বিদেশের মাটিতেও ভালো কিছুই হবে।”

Tags

Related Articles

Close