বাংলাদেশসর্বশেষ নিউজ

লৌহজং নদীর পরিস্কার পরিচ্ছনতা অভিযান শুরু ২৯ নভেম্বর

মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে : টাঙ্গাইলের লৌহজং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পরিস্কার পরিচ্ছনতা ও দখলমুক্ত করার অভিযান ২৯ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাব হলরুমে এ উপলক্ষে জেলা প্রশাসন সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরা সুলতানা, সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাত। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান আজাদ।

এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্যসহ জেলার প্রতিটি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাকিদরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া লৌহজং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পরিস্কার পরিচ্ছনতা ও দখলমুক্ত করার অভিযান সফল ও স্বার্থক করে তুলতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও পরামর্শমূলক বক্তব্য রাখেন

Related Articles

Close