ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

বিপিএলের পর্দা উঠছে আগামীকাল

bplনিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর মাঠে গড়াচ্ছে আগামীকাল শুক্রবার। এবারের আসরে মোট সাতটি দল শিরোপার লড়াইয়ে লড়বে।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে খেলবে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

এবারের আসরে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর নির্ধারিত হবে চ্যাম্পিয়ন দল। দুটি ভেন্যুতে মাঠে গড়াবে বিপিএল। ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্রথম রাউন্ডে ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর বিপিএলের ম্যাচগুলো হবে চট্টগ্রামে। ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরে আসবে দলগুলো। মিরপুরে হবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ। প্রথমবারের মতো বিপিএলের ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

Tags

Related Articles

Close