বাংলাদেশসর্বশেষ নিউজ

ঝিনাইদহে উপজেলা চেয়ারম্যানের স্বামী সাংবাদিক ও স্কুল শিক্ষক রফিকুল ইসলাম গ্রেফতার

arriest-pic-jhenaidahজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা খাতুনের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। জামায়াত সংশ্লিষ্টার অভিযোগে পুলিশ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বামী কোটচাঁদপুরের সাংবাদিক ও স্কুল শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে। পরে তাকে বিষ্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে আদালতে সোপর্দ করে।

ঘটনার দিনে রাতে ৪ জামায়াত কর্মীসহ মোট ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। কোটচাঁদপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা খাতুন জানান, বৃহস্পতিবার ভোরের দিকে কোটচাঁদপুর থানার এসআই ব্রজ বল্লভ সাধু তার বাড়িতে এসে স্বামী রফিকুল ইসলাম মন্ডলকে নিয়ে যান।

তিনি অভিযোগ করেন পরে পুলিশ কোটচাঁদপুরের দোড়া ইউনিয়নে গোপন বৈঠকের ভুয়া গল্প সাজায়। বিষয়টি নিয়ে কোটচাঁদপুরের ওসি আহম্মেদ কবীর হোসেন জানান, রফিকুল জামায়াত পরিবারের সদস্য। তার বিরুদ্ধে খাদ্য কর্মকর্তাকে হুমকীর অভিযোগ রয়েছে। এ নিয়ে রেজুলেশন হয়েছে।

তবে তিনি সন্ত্রাস নাশকতার কোন তথ্য দিতে পারেনি। তাকে কোথা থেকে ধরা হয়েছে তা অভিযানকারী এসআই এর কাছ থেকে জেনে নিতে বলেন ওসি।

গ্রেফতারকৃতরা জামায়াত কর্মীরা হলেন হলো কোটচাঁদপুর উপজেলার কবিরখালী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে উসমান গনি (৬০), জালালপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে শাহ আলম (৪৯) একই গ্রামের মুরাদ আলীর ছেলে শমসের আলী (৩৪) এবং ধোপাবিলা গ্রামের দরবেশ আলীর ছেলে হাসানুজ্জামান (৩৮)।

কোটচাঁদপুর থানার সেকেন্ড ব্রজ বল্লভ সাধু জানান, উপজেলার দোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে জামায়াতের ৩ জন রোকন ও ২ জন সদস্যকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে থানায় বিষ্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Tags

Related Articles

Close