ক্রিকেটক্রিকেটখেলাধূলাবাংলাদেশসর্বশেষ নিউজ

শততম জয় উদযাপন টাইগারদের

Bangladesh_Afganistan_2

ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম:  আজ শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তান হেরেছে ১৪১ রানে। আর এই জয় দিয়ে নিজেদের শততম ম্যাচ জয়ের কৃতীত্ত্ব গড়ল টাইগাররা।

আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৭৯ রান সংগ্রহ করে মাশরাফিবাহিনী। পরে আফগানিস্তানকে ১৩৮ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।

আজকের ম্যাচের শুরুতেই সহজ ক্যাচ তুলে দিয়ে জীবন পাওয়া তামিম ইকবাল দিন শেষে ম্যাচ জয়ের নায়ক। বাংলাদেশের ৫০তম ম্যাচের নায়কও ছিলেন দেশসেরা এই ওপেনার। ১১৮ বল খেলে তামিম করেছেন এই ১১৮ রান। তার সপ্তম সেঞ্চুরি ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ।

সাড়ে আট বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে দারুণ পারফর্ম করেছেন মোশারফ রুবেল। তিনি নিজের তৃতীয় ওভারে নেন দুই উইকেট। পরবর্তীতে ২৬তম ওভারে এসে মোহাম্মদ নবীকে ফিরতি ক্যাচে আউট করেন বাঁহাতি এ স্পিনার। প্রত্যাবর্তনের ম্যাচে তার বোলিং ফিগার ৮-০-২৪-৩। পেসার তাসকিন নেন ২টি, মাশরাফি,  শফিউল এবং মোসাদ্দেক নেন ১টি করে উইকেট।

মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান ৭৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান করেছেন। তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে সাব্বির যোগ করেন ১৪০ রান, যা যেকোনো উইকেটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। শেষদিকে মাহমুদউল্লাহ ২২ বলে ৪ চার ও ১ ছক্কায় যে ৩২ রান করেন।

 

আফগান শিবিরে প্রথম আঘাতের পর হঠাৎ পপিং ক্রিজে পিছলে যান মাশরাফি। সেটি ছিল তার দ্বিতীয় ওভার। মাঠেই হালকা চিকিৎসা নিয়ে ওই স্পেলে আরো ১ ওভার বল করেন নড়াইল এক্সপ্রেস। ১১তম ওভারে দ্বিতীয় স্পেল শুরু। প্রথম দুই স্পেলে ৬ ওভারে ২ মেডেনসহ ১৫ রানে নেন ১ উইকেট। ওই ওভারের পর মাঠ ছেড়ে সাকিবের হাতে দলের দায়িত্ব দিয়ে যান। এরপর ২৬তম ওভারে মাঠে ফিরে শততম জয়টা উপভোগ করেই মাঠ ছাড়েন বাংলাদেশের অন্যতম সফল এই অধিনায়ক।

 

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৫০ ওভারে ২৭৯/৮
আফগানিস্তান : ৩৩.৫ ওভারে ১৩৮
ফল : বাংলাদেশ ১৪১ রানে জয়ী
সিরিজ : বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী
ম্যাচ ও সিরিজ সেরা : তামিম ইকবাল।

 

Related Articles

Close