অন্যান্যক্যাম্পাসজাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

ইযুথ এগেইনষ্ট হাঙ্গারের ‘৪র্থ যুব ছায়া সংসদ’ ১৬ অক্টোবর

14088558_1487613537931166_4565970210965949423_nনিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার স্বেচ্ছাব্রতী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর যুব সংগঠন। ১৪-২৫ বছর বয়সী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ‘ক্ষুধার কাছে পরাজয় নয়, বরং ক্ষুধাকে পারজিত করার সুযোগ দাও’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার এর সদস্যরা কাজ
করছে। একটি যথাযথ যুবনীতি প্রণয়ন এবং বাস্তবায়নের দাবিতে ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার এবং হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বদ্ধপরিকর।

এই নিমিত্তে ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার যুব উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবী নিয়ে সরকারের নীতি নির্ধারনী মহলে এডভোকেসি করে থাকে। দেশের বর্তমান প্রেক্ষাপটে  অন্যতম দাবী হচ্ছে ‘কাজের অধিকার’। একজন বেকার যুবকের পীড়া খুব সহজেই অনুমেয়। বেকারত্ব দূরীকরণ এখন সময়ের দাবী।

জনদাবী বাস্তবায়নের লক্ষ্যে ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার বিভিন্ন কর্মসূচী পরিচালনা করছে। এরই ধারাবাহিতায় যুব সমাজকে সংগঠিত করে ‘কাজের অধিকার’ আদায়ে রাষ্টের দৃষ্টি আকর্ষনের লক্ষ্যে আগামী ১৬ ই অক্টোবর , ২০১৬  ইং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে “Right to Work” শিরোনামে “৪র্থ ছায়া যুব সংসদ অধিবেশন” আয়োজন করতে যাচ্ছে।

উক্ত ছায়া যুব সংসদে বাংলাদেশের ৩০০ সংসদীয় আসন থেকে ৩০০ জন যুব প্রতিনিধি অংশগ্রহন করবে। এছাড়া সংসদে যুবদের মধ্যে থেকেই একজন স্পীকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, এবং কয়েকজন যুব মন্ত্রী থাকবেন।

Related Articles

Close