খেলাধূলা
বাসের ধাক্কায় আহত মাশরাফি
নিউজরুমবিডি.কম: জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বৃহস্পতিবার বাসা থেকে রিকসায় করে মিরপুুর শের-ই- বাংলা স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত হয়েছেন। রাস্তায় পড়ে দুইহাতে আঘাত পান বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
মাশরাফি জানান, রিকশায় করে তিনি মিরপুরের বাসা থেকে স্টেডিয়ামে জাতীয় দলের নিয়মিত অনুশীলনে আসছিলেন। একটি বাস পেছন থেকে তার রিকশায় ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান।
এতে তার ডান হাতের বুড়ো আঙুলের নিচে তালুতে কেটে গেছে। আর বাঁ-হাতের কিছু অংশ ছড়ে গেছে।
“ফ্র্যাকচার নাই, ছিলে গেছে। আশা করি, এই মুহূর্তে তেমন বিপদ নেই।”
বিসিবির একজন কর্মকর্তা জানান, তারা খুব একটা আশঙ্কা দেখছেন না। তবে ভালোভাবে পরীক্ষা করার জন্য মাশরাফিকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ভারতের বিপক্ষে ১০ জুন শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের দলে নেই।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে ১৮ জুন। বাকি দুটি ওয়ানডে ২১ ও ২৪ জুন। দিবা-রাত্রির তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।