আন্তর্জাতিকখেলাধূলা

টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি

স্পোর্টস ডেস্ক, নিউজরুমবিডি.কম: আগামী ৮ জুন টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। এ সফরে একটি টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে খেলবে ভারত। ২০১০ সালের পর ২০১৪ সালে বাংলাদেশ সফর করলেও সেবার শুধু তিনটি ওয়ানডে খেলেছিল দুই দল।

আগামী ১০ জুন শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে।

একমাত্র টেস্টের জন্যে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন রুবেল হোসেন ও জুবায়ের হোসেন লিখন। পেসার শাহাদাত হোসেন রাজীবের পরিবর্তে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রুবেল। তবে এবারও টেস্ট দলে জায়গা হয়নি অলরাউন্ডার নাসির হোসেনের।

 

এ ছাড়া দলে আছেন লিটন কুমার দাস। ঘরোয়া লিগে নিয়মিত পারফরম্যান্স করে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই ডাক পেয়েছিলেন লিটন। কিন্তু অভিষেক হয়নি তার। এবার ভারতের বিপক্ষে অভিষেকের সম্ভবনা রয়েছে। গত জাতীয় ক্রিকেট লিগে ৮৫.৩৩ গড়ে ১০২৪ রান করেছিলেন লিটন।
বাংলাদেশ স্কোয়াড:  মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান রাজু, জুবায়ের হোসেন লিখন, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও লিটন কুমার দাস।

Tags

Related Articles

Close