ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

ইংলিশদের বিপক্ষে ড্যাংশি তামিম

tmনিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডকে কাছে পেলে যেন তামিম ইকবাল খোলস ছেড়ে বেরিয়ে আসে। নিজেকে উজার করে খেলেন তিনি। হোকনা সেটা টেস্ট-ওয়ানডে। দুই ফর্মেটেই ইংলিশদের বিপক্ষে দাপুটে তামিম ইকবাল।

ইংলিশদের বিপক্ষে তামিম ইকবাল এটা নিয়ে আমার তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদন। তৃতীয় এবং শেষ পর্বে রয়েছে ’ইংলিশদের বিপক্ষে ড্যাংশি তামিম।‘

তামিম ইকবাল ইংল্যান্ডের বিপক্ষে ৪টি লঙ্গার ভার্সন ক্রিকেট (টেস্ট) ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ৮ ইনিংসে ৬৩.১২ গড়ে ৫০৫ রান করেছেন তামিম। ইংলিশদের বিপক্ষে ৪টি অর্ধ-শতকের সাথে ২টি শতক হাঁকিয়েছেন দেশসেরা ওপেনার।

তামিম ইকবাল ইংল্যান্ডের বিপক্ষে ৯টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট (ওয়ানডে) ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ৯ ইনিংসে ২৯.৪৪ গড়ে ২৬৫ রান করেছেন টাইগার ড্যাশিং ওপেনার। ইংলিশদের বিপক্ষে ১টি শতক হাঁকিয়েছেন দেশসেরা ওপেনার।

এদিকে ক্রিকেটের ছোট ফর্মেটে (টি-টুয়েন্টি) এ যাবৎ ৫২টি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। কিন্তু টেস্ট-ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হলেও এখন পর্যন্ত টি-টুয়েন্টিতে ইংলিশদের বিপক্ষে ব্যাট হাতে নামা হয়নি তামিমের। হতাশার বাণী হচ্ছে আগামী হোম সিরিজেও ইংলিশদের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচ না থাকায় এবারও তাদের বিপক্ষে ধূম-ধারাক্কা ম্যাচে অভিষেক হচ্ছেনা তামিমের।

Tags

Related Articles

Close